
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৮ জানুয়ারী উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় উনায় মেয়ের বাড়ীতে বেরাতে আসেন। মহানন্দ বৈষ্ণব পাড়ার রেলব্রীজ সংলগ্ন এলাকায় উনার মেয়ের বাড়ী । বুধবার সকালবেলা রেললাইনের পাশে আহত অবস্থায় উনাকে দেখাযায়। সকালবেলায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছেবলে জানাযায়। দীপল দেবনাথকে এইভাবে রেল লাইনের পাশে পরেথাকতে দেখে শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর দেওয়াহয়। ঘটনার খবরপেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা দীপল দেবনাথকে ঘটনাস্থলথেকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপল দেবনাথকে দেখে মৃতবলে ঘোষনাকরে। মৃতদেহ বর্তমানসময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখাহয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদেরহাতে তুলে দেওয়াহবে। প্রাথমিকভাবে ধারনাকরাহচ্ছে সকালবেলায় প্রাতভ্রমনে বেরহয়ে ঘনকুয়াশারফলে এই দুর্ঘটনাঘটেছে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছেপুলিশ।