
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ০২ অক্টোবর
২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। এই উপলক্ষ্যে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ফটিকরায় গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে গ্রাম সভা ।এদিন এই সভায় উপস্থিত ছিলেন ফটিকরায় কেন্দ্রের বিধায়ক কথা রাজ্যের তফসিল জাতি ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, । ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কুমারঘাট মহকুমা শাসক এবং কুমারঘাট আরডি ব্লকের ভিডিও পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য সদস্যরা সহ অন্যান্যরা।

। আজকের দিনে গ্রাম সভার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেমন বস্ত্র দান ,রক্তদান শিবির, বৃক্ষরোপণ, ছোট শিশুদের খেলার জন্য ফুটবল নানান ধরনের সামাজিক কর্মসূচি করা হয়।