উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬
**নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ৫ মার্চ অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের অনেক রাজ্যে তীব্র ভূমিকম্প অনুভূত হয় বুধবার সকাল এগারোটায়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। অসম ছাড়া মণিপুর এবং নাগাল্যান্ডও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি সামনে আসেনি। উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখেও অসমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.০। সেদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরিগাঁও এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে হয়েছিল।কম্পনের সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে আসে। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে উত্তর ভারত-সহ দেশের অনেক রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েকদিন আগে দিল্লিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত মাসে দিল্লি, আসাম, গাজিয়াবাদ এবং বঙ্গোপসাগরেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের এই কম্পন সকলকে ভীত করে তুলেছিল। এই ভূমিকম্পের ভয় মানুষের মন থেকে চলে যাওয়ার আগেই নেপাল এবং পাকিস্তানেও ভূমিকম্পের ঘটনা ঘটে। যা মানুষকে আরও আতঙ্কিত করে তোলে।
Post Comment