×

গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হচ্ছে জাতীয় হস্ত তাঁত দিবস

Tripura news about handloom

গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হচ্ছে জাতীয় হস্ত তাঁত দিবস

‘টেকসই ভবিষ্যত বুনন’এই থিমকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে জাতীয় হস্ত তাঁত দিবস।জাতীয় তাঁত দিবস প্রতি বছর ৭ আগস্ট ভারত জুড়ে পালিত হয়। তাঁত দিবস পালনের অপরিহার্য উদ্দেশ্য হল এই শিল্পের প্রচার করা এবং সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের বিশাল পুলের দক্ষতা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান করা। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই দিবসটির সূচনা হয়। আজ জাতীয় হস্ত তাঁত দিবসে রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। নতুন নগরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তিনি বলেন আজকের এই দিন তাঁতিদের দিন। তাদের সন্মান জানানোর দিন।

 দেশের অর্থনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের হস্তচালিত তাঁতিরা। তাই ভারতে প্রতি বছর ৭ আগস্ট পালন করা হয় জাতীয় তাঁত দিবস। তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বেশিরভাগ ব্যক্তি নারী, তাদের আয় বৃদ্ধি করার জন্য তাঁত শিল্পের গুরুত্ব তুলে ধরা হয় এই দিনে। ১৯০৫ সালের স্বদেশী আন্দোলন থেকে জাতীয় তাঁত দিবসের অনানুষ্ঠানিক সূচনা হয় বলে মনে করা হয়। সেই সময় জাতীয় তাঁত দিবস পালন করার প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বয়কট করে ভারতীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা।

স্বাধীনতা আন্দোলনের সময় তাঁত বস্ত্র অন্যতম প্রধান পণ্য হিসেবে আন্দোলনে প্রচুর প্রচার করা হয়েছিল এবং বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৭ আগস্ট জাতীয় তাঁত দিবস হিসেবে মনোনীত করেছে ভারত সরকার। সেই থেকে গোটা ভারতে প্রতি বছর ৭ আগস্ট পালন করা হয় জাতীয় তাঁত দিবস। ভারতের জন্য জাতীয় তাঁত দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভারতে তাঁত বয়নের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি ভারতীয় অর্থনীতিতে তাঁত এবং তাঁতীদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরার জন্য পালন করা হয় এই দিনটি।

Post Comment