×

যানবাহন দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপের বার্তা সাংসদ বিপ্লব দেবের

যানবাহন দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপের বার্তা সাংসদ বিপ্লব দেবের


নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : ১৭ এপ্রিল

পশ্চিম ত্রিপুরা জেলায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়মাবলী প্রণয়নের ইঙ্গিত দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান দুর্ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করা হবে। পাশাপাশি, পুরনো নীতিগুলির কোথায় খামতি রয়েছে, তাও খতিয়ে দেখা হবে।

সাংসদ দেব বলেন, “আমরা দেখতে চাই কোন দিকগুলি উপেক্ষিত হয়েছে আগে। যদি প্রয়োজন হয়, তাহলে নতুন নিয়ম চালু করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করব।”

এদিন বেআইনিভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং নিয়ে পূর্বতন কমিউনিস্ট সরকারকে নিশানা করেন তিনি। তাঁর ভাষায়, “অনেকেই সরকারি রাস্তায় গাড়ি রেখে পার্কিং করেন, অথচ নির্দিষ্ট কোনো স্থানে পার্কিংয়ের উদ্যোগ নেন না। এটাই হলো পূর্বতন শাসকদের রেখে যাওয়া মানসিকতার প্রতিফলন।”

তিনি আরও জানান, দেশের অন্যান্য রাজ্যে ছাত্রছাত্রীরা যখন পড়াশোনার জন্য যান, তখন তারা সেসব স্থানের নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ পার্কিং ব্যবস্থার সঙ্গে ত্রিপুরার তুলনা করেন। এমন পরিস্থিতিতে যুব সমাজকেই সচেতনতা বৃদ্ধির মুখ্য ভূমিকা নিতে হবে বলেও মত দেন তিনি।

এই সমস্যার স্থায়ী সমাধানে সমাজের মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মনে করেন সাংসদ বিপ্লব দেব। আজকের এই আলোচনায় যে বিষয়গুলি উঠে আসবে, তা ভবিষ্যতে রূপায়িত করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Post Comment

You May Have Missed