আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংহতির বার্তা
আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রামের ইতিহাস ও অধিকার রক্ষার প্রতীক এই দিন। আর এই বিশেষ দিনে রাজ্যজুড়ে পালিত হল নানা কর্মসূচি।আগরতলায় সিপিএম রাজ্য দপ্তরে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। কর্মসূচির শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন জিতেন্দ্র চৌধুরী।এই উপলক্ষে তিনি বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও শোষণের বিরুদ্ধে সংগ্রামকে আরো জোরদার করতে হবে। শ্রমিক শ্রেণির ঐক্যই আমাদের শক্তি।”অন্যদিকে, CITU রাজ্য দপ্তরে এই দিনটি পালিত হয় ভিন্ন কর্মসূচির মাধ্যমে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মানিক দে, রাজ্য সভাপতি শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।CITU-র পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন মানিক দে। তিনি বলেন, “আজকের দিনটি আমাদের লড়াইয়ের প্রতীক। আমরা শপথ নিই, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব।”এই দিনটি শুধু স্মরণ করার নয়, সংগ্রামের শপথ গ্রহণের দিন—এমন বার্তা দিয়েছেন শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব।
Post Comment