
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৬ অক্টোবর
উৎসবের এই দিনগুলোকে আলো ঝলমল রাখতে উদ্যোগ নিয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম। গত বছর উৎসবের সময়ে সর্বোচ্চ ৩১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এ বছর নিগম ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ মজুদ রেখেছে। যাতে করে উৎসবের দিনগুলোতে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়।রবিবার বিকালে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এ নিয়ে এক পর্যালোচনা সভায় নিগমের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবহিত হয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা রাজ্যের এজিএম, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে তিনি কথা বলেছেন।

ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত কোন জায়গায় যেন বিদ্যুতের কোন অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। পাশাপাশি যেকোনো ধরনের যান্ত্রিক গোলযোগ ঘটলে সঙ্গে সঙ্গেই যাতে তা মেরামত করে ফেলা যায়, সেজন্য অতিরিক্ত কর্মীদেরকেও দিনরাত ২৪ ঘন্টা মজুদ রাখা হয়েছে। অতিরিক্ত ট্রান্সফর্মার, অতিরিক্ত গাড়ি এবং দক্ষ শ্রমিক যেকোনো ধরনের সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত থাকবেন। উৎসবের দিনগুলোতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এবং ৭৯ টিলাস্থিত টিপিটিএল – এ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যা দিন রাত ২৪ ঘন্টা কাজ করবে। আগরতলা শহরে পূজোর সময়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক অসুবিধায় যাতে সারাইকারি দল দ্রুত পৌঁছে যেতে পারে সেজন্য আশ্রম চৌমুহনী এলাকা, প্যারাডাইস চৌমুহনী এলাকা এবং রামঠাকুর সংঘ এলাকায় তিনটি দলকে মজুদ রাখা হবে । যাতে করে কাছাকাছি কোন এলাকায় সমস্যা হলেই তারা ভিড় পেরিয়ে দ্রুত মেরামতি কার্যে যোগ দিতে পারেন। তৈরি থাকবে সেফটি টিম ।টিপিটিএল এর তরফেও উচ্চ পরিবাহী বৈদ্যুতিক লাইনের সংস্কারসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে। যাতে করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে সমস্ত ধরনের গোলযোগ এড়ানো যায়।