×

*মহাকুম্ভে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই ১৮টি তাঁবু।

*মহাকুম্ভে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই ১৮টি তাঁবু।

*নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১৯ জানুয়ারিপ্রয়াগরাজের মহা কুম্ভে বিধ্বংসী আগুন। কুম্ভমেলার একটি তাঁবুতে রবিবার দুপুরে আগুন লাগে। নিমেষে বড় আকার নেয় সেই আগুন। আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের আরও কিছু তাঁবু। তাঁবুর ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মনে করা হচ্ছে, তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।অন্তত ১৮টি তাঁবু জ্বলে গিয়েছে। ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন। ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ভক্তদের মধ্যে। পুলিশ জানিয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুরুতেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরনির্দেশ দেন। প্রয়োজনে সব ধরনের সহায়তার কথা বলেন। সন্ধার মুখে তিনি নিজেই কুম্ভ মেলা প্রাঙ্গনে পৌঁছান। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি-ও।প্রশাসনের আধিকারিকরা জানান, বিশাল মহাকুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থায় আগে থেকেই ছিল বেশ কয়েকটি দমকলের গাড়ি। সেগুলিই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আশেপাশের তাঁবুতে বসবাসকারী ভক্তদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছেছে।সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র বলেন, “মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে দুটি সিলিন্ডার বিস্ফোরণের ফলে ক্যাম্পগুলিতে ব্যাপক আগুন লেগেছে। দমকলকর্মীরা আগুন নেভাচ্ছে।”মহাকুম্ভের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, “অত্যন্ত দুঃখজনক। মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা সকলকে হতবাক করেছে। প্রশাসন তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধারের কাজ নিশ্চিত করছে। আমরা সকলের নিরাপত্তার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করছি।”মহাকুম্ভ ১৩ জানুয়ারি শুরু হয়েছে, যা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৮ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভে ৭৭.২ মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান সেরেছেন। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন যে, রবিবার দুপুর পর্যন্ত ৪৬.৯৫ লক্ষেরও বেশি ভক্ত পূণ্যস্নান করেছেন।রবিবার ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রায় ১৭ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন মহাকুম্ভের পবিত্র সঙ্গমে। উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এমনটাই জানা গিয়েছে। আগামীতে আরও চারটি শাহী স্নানের তারিখে পুণ্যার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা রয়েছে। পরবর্তী শাহী স্নান ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নানের তারিখ ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। এরপর ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন শাহী স্নানের তারিখ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা।

Post Comment

You May Have Missed