ধর্ষণ বিরোধী বিল পেশ করবেন মমতা, আর জি কর ঘটনা নিয়ে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন মমতা!
নিজস্ব প্রতিনিধি : কলকাতা :প্রিয়াংকা বনিক : ২৯ আগস্ট
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বর্তমানে আরজি কর কাণ্ডের কারণে প্রবল চাপে রয়েছে। এই পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। আগামী ৩ সেপ্টেম্বর, রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করতে চলেছেন তিনি, যা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মমতা জানিয়ে দেন যে, ২ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হবে। এর দ্বিতীয় দিন ৩ সেপ্টেম্বর, ধর্ষণ বিরোধী বিল পেশ করা হবে। সরকারের তরফে এই বিল বিধানসভায় পেশ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং আইন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।মমতার ঘোষণা রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে, বিশেষ করে আরজি কর ঘটনার পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ধর্ষণের শাস্তি নিয়ে নতুন আইন প্রণয়ন রাজ্য সরকারের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, ধর্ষকদের জন্য একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি।
এই বিল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং রাজ্য সরকারের কঠোর অবস্থান হিসাবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই সাধারণ মানুষদের মধ্যে অনেকেই সরকারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। অনেকেরই মনে সন্দেহ জন্মেছে, শাসকদল কি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে? সরকারেরই কিছু ভুলে যে এই ‘ধারণা’ সাধারণ মানুষের মনে জন্মেছে, তা এর আগে অকপটে স্বীকার করেছিলেন কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে শুধুমাত্র আরজি কর থেকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে নিয়ে গিয়ে নজর ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরজি কর কাণ্ডের পর সরকারের বিরুদ্ধে রাস্তা নামা মহিলাদের মন ফের একবার ফিরে পেতে চাইছে ঘাসফুল শিবির। এই আবহে এই ধর্ষণ বিরোধী বিল তৃণমূলের কাছে ‘তুরুপের তাস’ হতে পারে বল মত রাজনৈতিক বিশ্লেষকদের।
অন্যদিকে শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী যদি এভাবে বিশেষ অধিবেশন ডাকেন, তা নাকি বেআইনি। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ধর্ষণ বিরোধী বিল পেশের জন্যে বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হলে ‘তুলকালাম’ হতে পারে।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য সরকার চেয়েছিল যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সাতদিনের ব্যবস্থা করা হোক।
Read More
আর জি কর ঘটনার প্রতিবাদে রাজবাড়ির সামনে সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আর জি কর ঘটনা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি
ঘুমন্ত অবস্থাতেই গলা টিপে খুন করা হয়েছিল। আর জি করের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
আরজি কর হামলায় কি সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে? ঘটনার মোড় ঘোরাতেই কি এইরকম কান্ড
আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলতেই শান্তনু কে দলের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে ধ্রুব রাঠি
আরজি কর-কাণ্ডে বিশেষ বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের
স্বাধীনতা দিবসে মোদীর ভাষণে উঠে এল আরজি কর প্রসঙ্গ।
আরজি কর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার
আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখনই উঠে এলো আরেকটি খবর
আরজি কর হত্যা কাণ্ডের প্রতিবাদে সরব ত্রিপুরার মেডিকেল পড়ুয়া ও চিকিৎসক
Post Comment