শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২৪ ফেব্রুয়ারি
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু
আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের (TBSE) এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়েছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়।
পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করতে পর্ষদ কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো রকম অনিয়ম না ঘটে।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে মোট ২১,৫০৬ জন ছাত্রছাত্রী। রাজ্যের ৬০টি কেন্দ্র এবং ৯৫টি স্থানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী।
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লেখেন—
“এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার হৃদয়ের অন্তস্তল থেকে শুভেচ্ছা। ভবিষ্যৎ নির্মাণের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকলের সাফল্য কামনা করি।”
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
পরীক্ষা সংক্রান্ত সমস্ত নির্দেশনা মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে পর্ষদ। নির্ধারিত সময় অনুযায়ী, পরীক্ষা চলবে আগামী কয়েক সপ্তাহ ধরে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে পরীক্ষার পরিবেশ সুস্থ ও শান্তিপূর্ণ থাকে।
Post Comment