বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে ২০ কোটি টাকার আর্থিক সহযোগিতা মধ্যপ্রদেশ সরকারের।
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক :২৬ আগস্ট
বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার। বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার রাজ্য সরকারকে ২০ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। সামাজিক মাধ্যমে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই বার্তা দিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, দেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে আক্রান্ত মধ্যপ্রদেশ সহ অনেক রাজ্য। গত কয়েকদিন ধরে ত্রিপুরা ও কেরালায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। তাতে ব্যাপক অর্থহানি অত্যন্ত দুঃখজনক।
যদি ও বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছিল ত্রিপুরার দুঃসময়ে কেন অন্য রাজ্য গুলো চুপ যে জায়গায় অন্য রাজ্যে কিছু সমস্যা হলে সবার আগে ত্রিপুরা এগিয়ে যায়। তবে সেই প্রশ্ন এখন কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
মধ্যপ্রদেশ সরকার এবার ত্রিপুরার পাশে.. ভারতের একমাত্র রাজ্য যা ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন , শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শুভ তিথিতে, ভয়াবহ দুর্যোগে ত্রিপুরা রাজ্য সরকারকে ত্রাণ প্রদানের জন্য মধ্যপ্রদেশ সরকারের ২০ কোটি টাকার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।পাশাপাশি, তিনি কেরল সরকারকে ২০ কোটি টাকা প্রদান করেছেন। মধ্যপ্রদেশ সরকার এই সঙ্কটের সময়ে দুই রাজ্যের পাশে,দুর্যোগ দুর্গতদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
মধ্যপ্রদেশ সরকারের এই আর্থিক সহায়তার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ধন্যবাদ জানিয়েছেন ।
Post Comment