×

আগরতলার মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন

আগরতলার মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৯ সেপ্টেম্বর প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। আগামী ২২ তারিখ সিদ্ধান্ত হবে মায়ের গমন অনুষ্ঠানটির স্থান পরিবর্তন হবে কিনা। তবে স্থান পরিবর্তন হলে কোথায় হতে পারে এই বিষয়ে এই মুহূর্তে অবগত করলেন সরকার। দুর্গাপূজার দশমীকে কেন্দ্র করে এবছর ১৪ ই অক্টোবর ” মায়ের গমন ” অনুষ্ঠানটি করা হবে। এই সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি এবছর এও সিদ্ধান্ত নেওয়া হয় ” মায়ের গমন ” অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ক্লাবগুলি ‘ ডি জে ‘ ব্যবহার করতে পারবে না । উৎসব মুখরিত পরিবেশের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। এবছর” মায়ের গমন ” – এর মূল অনুষ্ঠানটি নাগরিকদের সুবিধার্থে পূর্বের স্থান থেকে সরিয়ে রাজবাড়ি নিকটস্থ মহারানী তুলসীবতী মার্কেটের সামনে করার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার জায়গাটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ ট্রাফিক ও পুলিশের অধিকর্তারা। প্রসঙ্গত, অন্যান্য বছর প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে অনুষ্ঠানটি হতো।

www.mimipickle.in

কিন্তু সেখানে রাস্তা চওড়া না হওয়ায় দর্শনার্থী সহ চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এই কথা মাথায় রেখে রাজ্য সরকার এবছর অনুষ্ঠানটি তুলসীবতি মার্কেটে সামনে করার সিদ্ধান্ত নিয়েছে।এই বিষয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী বলেন, যেহেতু জায়গা পরিবর্তন করা হয়েছে সেজন্য দশমীর রোডটাকেও চেঞ্জ করতে হবে। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে আগামী ২২ তারিখ বৈঠক আহ্বান করা হয়েছে।

Post Comment

You May Have Missed