*সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হানা!*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১৮ ডিসেম্বর ঘটনার বিবরণে প্রকাশ কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাত পায় কৈলাশহর স্থিত মাহি construction নামক এক ঠিকাদারি সংস্থা। বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করে প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত ইট ভাঙ্গার কাজ করছে 10 থেকে 15 জন শ্রমিক। কিন্তু অভিযোগ হঠাৎই একদল দুষ্কৃতী হানা দেয় ক্যাম্প ে এবং হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য পাশাপাশি ভাঙচুর চালায় ক্যাম্পে থাকা ঘর এবং দুটি ট্রিপের গাড়ির উপর। এবং সেখানে থাকা শ্রমিকদের ও মারধর করে বলে অভিযোগ করে এক শ্রমিক। কিন্তু ঘটনায় জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে সংস্থার সাব কন্ট্রাকটাররা এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানায়। উক্ত ঘটনা কে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা। একাংশের অভিমত সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতেই দুষ্কৃতীদের এ ধরনের প্রয়াস । উন্নয়নের ছোঁয়া থেকে ভবানীপুর বাসীকে বঞ্চিত করার চক্রান্ত স্বরূপ কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা।
Post Comment