×

*চন্দ্রযান-৫-এর অনুমোদন, চাঁদে আরও এক ধাপ এগোলো ভারত*

*চন্দ্রযান-৫-এর অনুমোদন, চাঁদে আরও এক ধাপ এগোলো ভারত*

নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১৬ মার্চ ভারতের মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস রচনা করতে চলেছে ইসরো। সম্প্রতি কেন্দ্রীয় সরকার চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিয়েছে, যা ভারতের ভবিষ্যৎ চন্দ্রাভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, এই মিশনের লক্ষ্য চাঁদের পৃষ্ঠে আরও গভীর গবেষণা করা এবং ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া।চন্দ্রযান মিশনের ধারাবাহিকতাভারত ২০০৮ সালে চন্দ্রযান-১ পাঠিয়ে চাঁদের রাসায়নিক ও খনিজ উপাদান বিশ্লেষণ করেছিল। এরপর ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠানো হলেও এর ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারেনি। তবে, ২০২৩ সালে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের মহাকাশ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। চন্দ্রযান-৪ মিশনও পরিকল্পনায় রয়েছে, যার উৎক্ষেপণ হবে ২০২৭ সালে।চন্দ্রযান-৫-এর বিশেষত্বচন্দ্রযান-৫-এর রোভার আগের তুলনায় ১০ গুণ বেশি ভারী। যেখানে চন্দ্রযান-৩-এর ‘প্রজ্ঞান’ রোভারের ওজন ছিল ২৫ কেজি, সেখানে চন্দ্রযান-৫-এর রোভার ২৫০ কেজি ওজনের হবে। এর ফলে, চাঁদের মাটির আরও বিশদ বিশ্লেষণ সম্ভব হবে।ভবিষ্যতের পরিকল্পনাভারতের মহাকাশ গবেষণার অন্যতম লক্ষ্য ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। এছাড়া, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। চন্দ্রযান-৫ মিশন এই লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।চন্দ্রযান-৫-এর অনুমোদন ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইসরোর ধারাবাহিক সাফল্য ভারতের বৈজ্ঞানিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় দেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

Post Comment

You May Have Missed