সিন্ধু জলচুক্তি স্থগিত: পাকিস্তানে জলসংকট, ভারতের অবস্থান অনড়
সিন্ধু জলচুক্তি বাতিলের জেরে পাকিস্তানে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট। দেশের একাধিক প্রান্তে দেখা দিয়েছে তীব্র জলকষ্ট, কোথাও আবার বন্যার প্রকোপ। একাধিক অঞ্চলে পানীয় জলের অভাবে মানুষ চরম দুর্দশার মধ্যে পড়েছে।এই সংকটের মুখে পাকিস্তান সরকারের তরফে ভারতের কাছে পাঠানো হয়েছে একটি কাকুতি-মিনতির চিঠি। জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি বাতিলের কারণে দেশের ভেতরে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তা নিয়েই তারা গভীর উদ্বেগে রয়েছেন। চিঠিতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে, সিন্ধু চুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যেন তা বাতিল না করা হয়।ভারত সরকারের অবস্থান, তবে, একেবারে স্পষ্ট। কয়েকদিন আগেই ভারতের তরফে জানানো হয়েছে, যতদিন না পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদীদের মদত বন্ধ করে, ততদিন পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। বিশেষ করে পহেলগাঁও হামলার পর ভারতের কড়া অবস্থান প্রকাশ পায়। সেই হামলার পর পরই ভারত একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে।পাকিস্তান এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব ব্যাংকের শরণাপন্ন হলেও, বিশ্ব ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই চুক্তি বাতিল সংক্রান্ত কোনো আলোচনায় তারা মধ্যস্থতা করতে পারবে না। ফলে, শেষ পর্যন্ত পাকিস্তান আবার ভারতের কাছে একটি আবেগঘন চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে, যাতে ভারত তাদের অবস্থান পুনর্বিবেচনা করে।উপসংহার:এই জলসঙ্কট কূটনৈতিক টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার, ভারতের কড়া অবস্থানের জবাবে পাকিস্তান কী পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে এই জলচুক্তি নিয়ে আলোচনা কোন পথে গড়ায়।
Post Comment