×

হীরার রাজ্যে রাস্তার বেহাল দশা সংস্কারের উদ্যোগ নেই

হীরার রাজ্যে রাস্তার বেহাল দশা সংস্কারের উদ্যোগ নেই

হীরার রাজ্যে রাস্তার বেহাল দশা সংস্কারের উদ্যোগ নেই

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৬ আগস্ট

বেহাল অবস্থা রাস্তার, চলাচলের অযোগ্য হয়ে গেছে। জনমনে চরম ক্ষোভ যে কোন মুহূর্তেই আন্দোলনে নামবে এলাকার জনগণ।ঘটনা কমলাসাগর বিধানসভার বনকুমারি এলাকায়। যদিও এলাকার জনগণের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার বিধায়িকার কাছে জানানোর পরেও আজ পর্যন্ত সে রাস্তাটির কোন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে রাস্তার যে অবস্থা ওই এলাকার জনগণ বাড়ি থেকে বের হতে পারছে না। সম্পূর্ণ রাস্তা হাটু পর্যন্ত কাদা জমে একাকার হয়ে আছে। গাড়ি কিংবা বাইক যাওয়া তো দূরের কথা পায়ে পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সে রাস্তার ওপর হাটু পর্যন্ত জল জমে থাকে পাশাপাশি বর্তমান সময়কালেও সে রাস্তার মধ্যে কাদা জমে হাটু পর্যন্ত জল জমে আছে। এলাকার জনগণ সে রাস্তা ব্যবহার না করে অন্যত্র রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে কিংবা আসা যাওয়া করতে হচ্ছে। বনকুমারি এলাকার জনগণ দীর্ঘদিন যাবত মাতব্বরের জানানোর পরেও কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। যার ফলে যে কোন মুহূর্তেই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধে নামতে পারে। যদিও এলাকার বিদায়ীকার কাছে রাস্তা খারাপ কিংবা রাস্তার মধ্যে গর্ত কোন নতুন বিষয় হতে পারে না। তিনি এলাকার বিদায়িকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটি রাস্তা পর্যন্ত সংস্কার করতে পারে নি বলে অভিযোগ লাগার জনগণের। রাস্তারমাথা থেকে কমলাগর কসবা মন্দির পর্যন্ত যে রাস্তাটি রয়েছে কয়েকবার রাস্তার কাজ করার উদ্যোগ নেওয়া হয় যদি ও বিদায়ীকির ফেসবুক পোস্টে তা এখনো রয়েছে তিনি বারবার ফেসবুক পোস্ট করে মানুষকে আশ্বাস দিচ্ছেন রাস্তার কাজ শীঘ্রই করা হবে। কিন্তু সে কথা বলতে বলতে দীর্ঘ কয়েক মাস কেটে গেল। এদিকে কোন পুণ্যার্থী রাজ্য কিংবা বহিরাজ্য থেকে একবার কসবা মন্দিরে মায়ের দর্শনের জন্য আসে ফিরে গিয়ে কখনো আর সেই এলাকার কিংবা মন্দিরের নাম মুখে আনবে না সেই কথা বলা ও ভুল হবে।যদিও বিদায়িকা সর্বদাই সেই রাস্তা দিয়েই ঘোরাফেরা করছেন। যেখানে মূলসড়ক বিদায়িকার দিদিমনির দ্বারা করা হচ্ছে না, সেখানে গ্রামের রাস্তা কি করে করা হবে তা নিয়েও প্রশ্ন করতে শুরু করেছে।

Post Comment