×

ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষায় বিশ্বজুড়ে চাঞ্চল্য।*

ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষায় বিশ্বজুড়ে চাঞ্চল্য।*

নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১৮ নভেম্বর

দীর্ঘ-পাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করেছে, যা চীন ও পাকিস্তানের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তি এখন পর্যন্ত রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর হাতে ছিল, তবে ভারতীয় বিজ্ঞানীরা এবার দেখিয়ে দিয়েছেন যে অস্ত্র উৎপাদনে ভারত স্বনির্ভর এবং আধুনিকতার দিক থেকে কতটা অগ্রসর হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টেস্টের ভিডিও শেয়ার করে এদিন ভারতের এই ঐতিহাসিক সাফল্যের ঘোষণা দেন। মিসাইল উৎক্ষেপণের সময়ের ভিডিওটি দেখার পর, দেশবাসী এক গর্বিত মুহূর্তের সাক্ষী হয়। এহেন প্রযুক্তির মালিকানা নিয়ে দীর্ঘকাল ধরে চেষ্টা চালিয়ে আসছে আমেরিকাও, অথচ ভারত প্রথম পরীক্ষাতেই সাফল্য অর্জন করেছে।বিশ্বের জন্য এক অবিশ্বাস্য চমক হিসেবে, ভারতের এই নতুন হাইপারসনিক মিসাইলের গতি প্রতি ঘণ্টায় ৭৪০০ কিলোমিটার এবং এর পাল্লা ১৫০০ কিলোমিটার। এই মিসাইলকে প্রতিরোধ করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যা ভারতকে পারমাণবিক আক্রমণের ক্ষেত্রে বিশেষ সক্ষম করে তুলেছে। এই সাফল্যের ফলে ভারত এখন বিশ্বের সেই কয়েকটি দেশের কাতারে এসেছে, যারা হাইপারসনিক মিসাইলের মালিক।ভারত এই সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও শক্তিশালী মিসাইল উৎপাদনের দিকে এগোবে বলে আশা করা হচ্ছে।

Post Comment