*নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা ঘটনায় পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার স্বামী।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১২ নভেম্বর
মঙ্গলবার সকালে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকার বলবীর সিং পারিবারিক কোন এক ঝামেলা কে কেন্দ্র করে তার স্ত্রী কবিতা রিয়াংকে সিপাহী জলা জেলার কলমচৌড়া থানা এলাকার কোন এক জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণে মারার জন্য পিস্তল দিয়ে গুলি করে কিন্তু সেই গুলি ভাগ্যক্রমে কবিতা রিয়াং এর পায়ে লাগে, এতে গুরুতর ভাবে আহত হয় কবিতা রিয়াং। বর্তমানে কবিতা রিয়াং গুরুতর আহত অবস্থায় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। করে স্থানীয় এলাকাবাসীরা কলমচৌড়া থানার পুলিশের সহযোগিতা নিয়ে আহত কবিতা রিয়াংকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ব্যাপারে কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী বলবীর সিং এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে, যদিও অভিযুক্ত বলবীর সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হরে কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্ত বলবীর সিং কে গ্রেফতারের জন্য আমতলী থানার পুলিশকে মেসেজ পাঠায়। পরে আমতলী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকায় উৎপেতে বসে থাকে। সেখানে বলবীর সিম আসতেই পুলিশ তাকে তৎপরতার সাথে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পিস্তল সহ একটি তাজা বুলেট। মঙ্গলবার সন্ধ্যায় আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিস্তলসহ তাজা বুলেট উদ্ধার এর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার রাতেই অভিযুক্ত উপলবীর সেনকে কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে পিস্তল উদ্ধারের ঘটনায় গোটা হাঁপানিয়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
Post Comment