
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৬ অক্টোবর
গতকাল আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এবং অসমের উপর সাইক্লোন অবস্থান করছে।যার ফলে ত্রিপুরার উপরে বঙ্গোপসাগরে জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে। তাতে আগামী তিনদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত দুদিন দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। মৌসম বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।