×

অমরপুর উদয়পুর সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৬ জন যাত্রী

Bus collision in Tripura Udaipur

অমরপুর উদয়পুর সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৬ জন যাত্রী

উদয়পুর : ৯ আগস্ট

বেপরোয়া গতিতে যাওয়ার সময় অমরপুর উদয়পুর সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়েছে । জানা গেছে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ অমরপুর-উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় টিআর০১সি১৩১৮ এবং টিআর০৩১৪১০ নম্বরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বেপরোয়া গতির কারণে ওই দুর্ঘটনায় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন।

জানা যায় অমরপুর-উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনার যানজটের ফলে গুরুতর ভাবে আহত দুইজনকে জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেনি এম্বুলেন্স। ফলে তাঁদের পুণরায় অমরপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদেরও অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসকরা নাজির হুসেন(১০) এবং মানিক কণা ত্রিপুরা(৩৬)-র অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু, ওই দুর্ঘটনার জেরে যানজটের কারণে এম্বুলেন্স তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। ফলে, তাঁদের পুণরায় অমরপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অভিযোগ, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সে জন্যই অমরপুর সড়কে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে।

এভাবেই বাস চালকদের খামখেয়ালিপনাই মৃত্যুর মুখে পড়তে হয় সাধারণ মানুষের। প্রত্যেক গাড়ির চালক বা বাসের চালককে সজাগ এবং সতর্ক ভাবে বাস চালানো দরকার। যারা এই ঘটনায় আহত তারা হয়তো কেউ অফিস, কেউ বাড়ি, কেউ কারুর সাথে দেখা করতে যাচ্ছিলেন। এমন ধরণের ঘটনা রোজই শোনা যায়, তবে বাস চালকদের শিক্ষা আর হয় না।

Post Comment