
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :২৯ অক্টোবর
অক্ষয় কুমার, বলিউড স্টার। তার ফিল্মি জীবনে বহু ছবি সুপার ডুপার হিট দিয়েছেন। কিন্তু গত বছর তাহার ছবি সেভাবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এবার তার ছবি আসছে ‘সিংহম এগেইন ” এই ছবি সুপার ডুপার হবে এমন ধারণা এই ছবির সকল কলা কৌশলী থেকে পরিচালকদের।গত বছরই হাজী আলী দরগা সংস্কারের কাজে তিনি এক কোটি লক্ষ টাকা দান করেছিলেন।

আর এবার অযোধ্যার হনুমানদের দেখাশোনার জন্য এক কোটি টাকা দান করলেন বলিউড স্টার। অযোধ্যার অঞ্জনা সেবা ট্রাস্টে এই টাকা দান করেছেন খিলাড়ি।অঞ্জনা সেনা ট্রাস্ট এর প্রধান স্বামী রাঘব আচার্য অক্ষয় কে এই অনুরোধ করেন। কথা রেখেছেন খিলাড়ি কুমার। তবে শুধু এই দানি নন অক্ষয় কুমার বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোন মানুষের কষ্ট তিনি বারবারই কি এসেছেন মানুষের সেবায়।অনেকেই অবাক হয়েছেন হনুমানদের দেখাশোনার জন্য এত টাকা কেন।?সূত্রের খবর, অক্ষয় কুমার করেন জীবজন্তুরা ভারতীয় সভ্যতা ও তার পুরাণের সঙ্গে জড়িত। তাই তাদের দেখভাল করা উচিত বলে তিনি মনে করেন।