*যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে জুনিয়র পি আই পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে দপ্তরের স্পষ্টীকরণ*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১০ ফেব্রুয়ারি সম্প্রতি রাজ্যের কয়েকটি সংবাদপত্রে বিভিন্ন শিরোনামে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে জুনিয়র পি আই পদে (গ্রুপ-সি) নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানা হয়নি বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেই সব সংবাদ সমূহ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই বিষয়ে দপ্তরের স্পষ্টীকরণ হলো- গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ দপ্তরের সেহা নং No.F.1(9-3)-DYAS/Estt/2024 dated 7th February, 2025 অনুসারে রাজ্যের কয়েকটি সংবাদপত্রে ৩০১-টি জুনিয়র পি আই (গ্রুপ- সি) পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। উল্লিখিত পদে লোক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের তপশীলি জাতি ও জনজাতি কল্যান দপ্তরের অনুমোদন ক্রমে সংরক্ষণ নীতিকে সম্পূর্ণ মান্যতা দিয়েই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। সেক্ষেত্রে ঐ পদে দপ্তরে কর্মরতদের সংখ্যা এবং শূণ্য পদের সংখ্যার ভিত্তিতেই বর্তমানে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এবং বিজ্ঞপ্তি জারি করা হয়। দপ্তরে অনুমোদিত জুনিয়র পি আই পদের সংখ্যা ৭৭০টি। এরমধ্যে এই পদে ৩৮৭ জন কর্মরত রয়েছেন এবং মোট শূন্য পদের সংখ্যা ৩৮৩টি। ৩৮৭ জন কর্মরতদের মধ্যে তপশীলি জাতিভুক্ত সম্প্রদায়ের রয়েছেন ৮২ জন, তপশীলি জনজাতিভুক্ত সম্প্রদায়ের কর্মরতদের সংখ্যা ১৯৫ জন এবং সাধারণ ক্যাটাগরীর কর্মরতদের সংখ্যা ১১০ জন। বর্তমানে ৩০১টি জুনিয়র পি আই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়, যার মধ্যে তপশীলি জাতিভুক্ত সম্প্রদায়ের শূন্য পদের সংখ্যা ৩৫ টি, তপশীলি জনজাতি ১৮টি এবং সাধারণ ক্যাটাগরীর ২৪৮টি পদ রয়েছে। এই পদগুলি পূরণেরজন্য ত্রিপুরা এস সি- এস টি রিজার্ভেশন রুলস-১৯৯২ মেনেই বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, গত ২০১৪ সালে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে এই পদে ১৯৯ জনকে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে এস সি সম্প্রদায়ভুক্ত ৬০ জন, জনজাতি সম্প্রদায়ভুক্ত ১২৬ জন এবং সাধারণ ক্যাটাগরীর ১৩ জন রয়েছেন। প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ওই পদে বর্তমানে কর্মরতদের সংখ্যা এবং শূন্য পদের উপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
Post Comment