চুরির কাজে ব্যবহৃত চারটি গাড়ি আটক, গ্রেপ্তার চার চোর*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৮ নভেম্বর
প্রতি রাতে চোর হানা দিয়ে চলেছে মানুষের বাড়ীঘরে, ব্যবসায়ীর দোকানপাটে।চোরের দল খোয়াইবাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। অবস্থা এখন এমন এক পর্য্যায়ে গিয়ে পৌঁছেছে যে, চোরেরা পাঁঠা, ছাগল, হাঁস, মোরগ ইত্যাদিও তুলে নিয়ে যাচ্ছে।মানে গৃহপালিত প্রাণী সম্পদের কোনটাই এখন যেন নিরাপদ নয়। বিগত কিছু দিন ধরে খোয়াইয়ের শহর ও আসে পাশে গ্রাম থেকে পাঠা,গরু চুরি হচ্ছে দিনদুপুরে। প্রাণী চাষিরা তাদের গৃহপালিত প্রাণী মাঠে ময়দানে বেঁধে রাখলে সেখান থেকে চোরের দল কারি করে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। বিগত দিনের অভিযোগের পরে পুলিশ নড়েচড়ে বসেছে। গতকাল দূর্গানগরে মাংসের দোকান থেকে চারটি পাঁঠা ও অনেকগুলো মোরগ চুরি হয় এবং জাম্বুরা থেকে ও কৃষকের বাড়ির সামনে থেকে ছাগল চুরি করে নিয়ে যায়। আজ খোয়াই থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে পুলিশ তদন্তের নেমে খোয়াই থানার অন্তর্গত সিপাইহাওর, মাস্টারপাড়া ও লাটাবাড়ি এলাকা থেকে চারটি চুরির কাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার করে। তাছাড়া বিগত দিন যারা ছাগল চুরি করে আসছিল গাড়ি করে চারজন চোরকে গ্রেফতার করে।
Post Comment