*ধরা পড়ল সইফের হামলাকারী*
নিজস্ব প্রতিনিধি :ভারত : প্রিয়াংকা বনিক : ১৭ জানুয়ারিঅবশেষে ধরা পড়ল সইফের উপরে হামলাকারী। মুম্বই পুলিশের হাতে ধরা পড়েছে আততায়ী। জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। ইতিমধ্যেই বান্দ্রা থানায় আনা হয়েছে হামলাকারীকে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই দুষ্কৃতীর ছবি। ঘটনায় যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাত দুটো তেত্রিশ মিনিট নাগাদ সইফ আলি খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো। আবার তাকাচ্ছেন সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়ার টিশার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। আর পরে আছেন জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও। আর তাতে আর বুঝতে অসুবিধা হয়নি এই ব্যক্তিই হামলাকারী দুষ্কৃতী।দুষ্কৃতী হামলার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফকে। তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান অটোয় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এই দুর্ঘটনার পর। জানা গিয়েছে, ওই মধ্যরাতে কোনও গাড়ি পাননি ইব্রাহিম যেটায় করে তিনি তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন। না ছিল ড্রাইভার, না ছিল গাড়ি প্রস্তুত। তাই তিনি বাধ্য হয়ে যাতে আর সময় অপচয় না হয় বা বাবার বেশি ক্ষতি না হয় তাই তিনি সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
Post Comment