ফটিকরায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা
ফটিকরায় অনুষ্ঠিত হলো এক গৌরবোজ্জ্বল সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে সম্মান জানানো হলো ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের।এই অনুষ্ঠানের আয়োজন করেন ফটিকরার বিধায়ক ও রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।স্থান ছিল ফটিকরায় নজরুল কলাক্ষেত্র। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বয়ং মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জনেরও বেশি ছাত্রছাত্রী, যাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও বেগ।উপস্থিত ছিলেন জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ফটিকরার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত শর্মা, কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা, সমাজসেবক তরুণ কুমার দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।মন্ত্রী সুধাংশু দাস তাঁর ভাষণে বলেন, “আমাদের রাজ্যের ভবিষ্যৎ এই কৃতী ছাত্রছাত্রীরাই। শুধু ভালো নম্বর পাওয়াই যথেষ্ট নয়, ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখা উচিত। সরকারের পক্ষ থেকে আমরা সব সময় পাশে থাকব মেধাবী ছাত্রছাত্রীদের, তাদের উৎসাহ জোগাতে থাকবে নানা উদ্যোগ।”এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহ দেওয়ার এক শক্তিশালী বার্তা।ফটিকরার এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য এলাকাগুলির জন্যও এক দৃষ্টান্ত স্থাপন করল।
Post Comment