×

বক্সনগর টু সোনামুড়া রাস্তা বেহাল,হুঁশ নেই প্রশাসনের*

বক্সনগর টু সোনামুড়া রাস্তা বেহাল,হুঁশ নেই প্রশাসনের*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২৭ নভেম্বর

সংস্কারের অভাবে বেহাল বক্সনগর টু সোনামুড়া ভায়া ভেলুয়াচরের গুরুত্বপূর্ণ রাস্তাটি। বক্সনগর ব্লকের দীর্ঘ ২৫ কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা।গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে।সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর।সংস্কারের অভাবে বেহাল বক্সনগর টু সোনামুড়া ভায়া ভেলুয়াচরের গুরুত্বপূর্ণ রাস্তাটি।গুরুত্বপূর্ন এই রাস্তাটি বক্সনগর,থেকে কলমচৌড়া,কলমচৌড়া থেকে কমলনগর,কমলনগর থেকে মতিনগর,মতিনগর থেকে কুলুবাড়ি,কুলুবাড়ি থেকে সোনামুড়া ভায়া ভেলুয়াচর পর্যন্ত এই রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী ২০ /২৫ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন।চলে অংসখ্য অটো,বাইক বাস,কমান্ডার ও প্রাইভেট কার।
খানাখন্দে ভরপুর রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা।বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।এদিকে এলাকার মানুষদের দাবি বক্সনগর টু সোনামুড়া ভায়া ভেলুয়ারচর এই রাস্তা টি অনেক দিন আগে টেন্ডার করা হয়েছিল।ঠিকেদার কাজও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এর মাঝে মোটা অংকের চাঁদা দাবি করেন।মোটা অংকের চাঁদা দাবি করায় কাজ বন্ধ করে দেন ঠিকেদার বাবু।বক্সনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের অভিযোগ রাজ্যে ৫৯টি বিধানসভা কেন্দ্র চলছে একরকম,আর এদিকে বক্সনগর কেন্দ্রটি চলছ ভিন্ন রকম।এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে পড়ছে না,নাকি দেখেও না দেখার ভান করছে এমনি প্রশ্ন তুলছে গোটা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ জন।এদিকে দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের কোনও হেলদোল নেই।
অথচ এই রাস্তার ধারেই রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্কুল, ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,গ্রাম পঞ্চায়েত কার্যালয়।প্রতিদিন এই রাস্তার উপরই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। যাত্রীবাহী বাস বা কমান্ডার গাড়ির অবস্থা এমনই যে অধিকাংশ সময়ই স্থানীয় মানুষকে যেতে হয় ছাদে উঠে কিংবা ঝুলে। কিন্তু এই খানাখন্দে ভরা রাস্তায় ছাদ বোঝাই কমান্ডার গাড়ি যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার করা হয় এরপরে রাস্তায় আর হাত দেওয়া হয়নি।প্রতিদিন এই রাস্তা ধরে মোটর বাইকে করে স্কুলে যেতে হয় অসংখ্য ছাত্র-ছাত্রীদের।হাসপাতালে যেতে হয় গর্ভবতী মায়েদের,রাস্তায় অসংখ্য গর্ত থাকার দরুন যে কোনও সময়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।বক্সনগর টু সোনামুড়া ভায়া ভেলুয়ারচর রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করেছেন পূর্ত দপ্তরের কর্মীরাও।তারা জানান, ‘‘রাস্তাটি মেরামত ও সংস্কারের জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে।বরাত পাওয়া ঠিকাদার কাজ শুরু করেন।কোন এক অদৃশ্য কারণে কাজ বন্ধ রাখা হয়েছে।এদিকে এলাকার জনগণ দাবি তোলেন অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলনে নামা হবে।

Post Comment

You May Have Missed