×

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে ধ্রুব রাঠি

Dhruba Rathi Faces Trouble While Protesting R.G. Kar Incident

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে ধ্রুব রাঠি

নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১৫ আগস্ট

লোকসভা নির্বাচনের সময় শিরোনাম হওয়া ইউটিউবার ধ্রুব রাঠি বর্তমানে একটি ভুলের কারণে বিপাকে পড়েছেন।

প্রসঙ্গত এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশে। গতকাল শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ও আমরা দেখেছি।

সোশ্যাল মিডিয়ায় কলকাতায় ধর্ষণ ও খুনের শিকার ওই চিকিৎসকের পরিচয় প্রকাশ করেন ধ্রুব রাঠি ।

এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন ধ্রুব রাঠি। যদিও তিনি পোস্ট টি মুছে ফেলেছেন, তবুও মানুষের ক্ষোভ থামেনি। এতে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয় বিদারক। এটি ডাক্তারদের জন্য অমানবিক কাজের পরিস্থিতিও প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে তাদের জন্য কোনও নিরাপত্তা নেই এবং তাদের খুব কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়।’

বিভিন্ন ঘটনায় ধ্রুব রাঠি কে দেখা যায় প্রতিবাদ করতে, এবারেও একই চিত্র ধরা পড়লো।

তিনি আরও লিখেছেন যে, “আশা করা যায় যে সিবিআই এই বিষয়টি দ্রুত তদন্ত করবে এবং ন্যায়বিচার দেবে।” এর সাথেই হ্যাশট্যাগ নির্ভয়া ২ লিখেছিলেন ধ্রুব রাঠি। লোকেরা এতে আপত্তি জানায় এবং ভিকটিমকে ‘নির্ভয়া ২’ বলে সম্বোধন করাকে সংবেদনশীল বলে অভিহিত করেছে। এ নিয়ে ধ্রুব রাঠি তার ভুল স্বীকার করে পোস্টটি মুছে দেন। ধ্রুব রাঠিও জানিয়েছেন কেন তিনি এই ট্যুইট মুছে ফেলছেন। তিনি বলেন যে, “কিছু লোক বলেছিল যে নির্ভয়া ২ নির্ভয়াকে কল করা সংবেদনশীল নয়। এটা আমার কাছে সঠিক মনে হয়েছে।”

তবে, বিতর্ক থামেনি কারণ ধ্রুব রাঠির লেখা নতুন পোস্ট মানুষকে আরও ক্ষুব্ধ করেছে। এবার ধ্রুব রাঠি হ্যাশট্যাগ সহ নির্যাতিতার নাম লিখলেন। এ কারণে তিনি তীব্র আক্রমণের মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী করছেন মানুষ। অ্যাডভোকেট প্রশান্ত উমরাও ট্যুইট করেছেন, ‘ধর্ষণের শিকার মারা গেলেও তার নাম প্রকাশ করা উচিত নয়। এমনই সিদ্ধান্ত দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট।’ অনেকে আবার প্রশ্নও তুলেছেন যে আগে যা লেখা হয়েছে এর চেয়ে ভালো এবং সঠিক ছিল।

একজনের মন্তব্যের উত্তরে এই ইউটিউবার বলেন, ‘অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে নিহত নারীকে নির্ভয়া ২ বলায় ইনসেনসিটিভ বলছেন। তাই ভাবলাম তারা হয়তো ঠিক। সে কারণেই ডিলিট করে দিলাম।’

ধ্রুব এদিন তার মূল পোস্টের ক্যাপশনেও ধর্ষিতার নাম ফাঁস করে দিয়েছিলেন।

গত ১৪ আগস্ট এক্স হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের চিকিৎসকের এই ধর্ষণ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। চিকিৎসকরা কোন পরিস্থিতিতে কাজ করেন, তাদের নিরাপত্তা কী আর কতটা সেটা এখান থেকেই বোঝা গেল। পশ্চিমবঙ্গের আইনের অবস্থাও বা কী সেটাও স্পষ্ট। আশা করব সিবিআই সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচার নিশ্চিত করবে।

তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যেখানে নেটিজেনরা ধ্রুবর সমালোচনায় মেতে ওঠেন। অনেকেই বলেন, এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে ধ্রুব আইনভঙ্গ করেছেন। এরপরই চাপে পড়ে ভিডিওটি সরিয়ে ফেলেন।

তাঁর এই পোস্ট তারপর অনেকেই শেয়ার করেন এবং জানিয়েছেন তিনি এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে আইনভঙ্গ করেছেন। এরপরই চাপে পড়ে তিনি ভিডিয়ো সরিয়ে দেন।

Read More

আরজি কর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

স্বাধীনতা দিবসে মোদীর ভাষণে উঠে এল আরজি কর প্রসঙ্গ।

মেয়ের শরীরে কাপড় নেই” আরজিকর ঘটনা

আরজি কর হত্যা কাণ্ডের প্রতিবাদে সরব ত্রিপুরার মেডিকেল পড়ুয়া ও চিকিৎসক

1 comment

Post Comment