×

উদ্ধার একটি পূর্ন বয়স্ক হাতির মৃতদেহ! উদ্ধার কল্যাণপুরের গভীর জঙ্গলে*

উদ্ধার একটি পূর্ন বয়স্ক হাতির মৃতদেহ! উদ্ধার কল্যাণপুরের গভীর জঙ্গলে*

*নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৯ জানুয়ারিরবিবার কল্যাণপুরের গভীর জঙ্গলে উদ্ধার হলো একটি পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ। রবিবার বিকেলে এলাকাবাসী হাতির মৃতদেহটি দেখে বনদপ্তর এবং পুলিশকে খবর দেয়। । সন্ধ্যের পর ঘটনাস্থলের উদ্দেশ্যে কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ রওয়ানা হওয়ায় তাদের সাথে নেট ওয়ার্ক এর সমস্যায় যোগাযোগ করা সম্ভব হয়নি।বনদস্যুদের হাতেই যে এই হাতির মৃত্যু তা একপ্রকার নিশ্চিত।ঘটনাস্থলে পৌঁছেছেন তেলিয়ামুড়ার মহকুমা বন আধিকারিক, তেলিয়ামুড়ার রেঞ্জ অফিসার, আগরতলা, সিপাহীজলার, তেলিয়ামুড়ার ডাক্তাররা। হাতিটির ময়না তদন্তের পর সব বিস্তৃত জানা যাবে বলে জানান কল্যাণপুর বন দপ্তরের রেঞ্জার বিন্দুজয় ত্রিপুরা।উত্তর মহারানীপুর এডিসি ভিলেজ এর তুইরুপাছড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে।

Post Comment

You May Have Missed