কৈলাসহর ৫০ উর্দ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা শহরে।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১ ডিসেম্বর কৈলাসহর ৫০ উর্দ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা শহরে।জানা যায় বউলাপাসার বাসিন্দা, সুধাংশু শীল নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি কৈলাশহর পুরাতন টাউনহলের বারান্দায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। কি কারনে ঐ ব্যক্তি আত্মহত্যা করেছেন তা জানান না গেলেও তার ছোট ভাই বিপ্লব শীল জানিয়েছেন বউলাপাশাতে সুধাংশু শীলের নিজস্ব বাড়িঘর ছিল আজ থেকে ১৫ বছর আগে উনার স্ত্রীর সাথে বনিবনা না হওয়াতে স্ত্রী এক পুত্র আগরতলাতে চলে যান এবং তাদের নিজস্ব জায়গা ও ঘর বিক্রি করে দেন।তারপর থেকেই এক প্রকার ভবঘোরে হিসাবে জীবন যাপন করতেন সুধাংশু শীল। তিনি থাকতেন কৈলাশহর ঐশ্বর্য লজে। মাঝেমধ্যে বাড়িতে যেতেন আবার চলে আসতেন। তিনি ঠিক কি কারনে আত্মহত্যা করলেন তা বলতে পারছেন না ছোটভাই বিপ্লব শীল। অনেকেই অনুমান করছেন মানসিক বিষাদ গ্রস্ত হওয়ার কারণেই হয়তোবা তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ।তার ছেলেও স্ত্রী আগরতলা থেকে ইতিমধ্যে রওয়ানা হয়েছেন। পুলিশ সুধাংশু শীলের অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এখন দেখার বিষয় হচ্ছে পুলিশিতদন্ত্রে কোন রহস্য বেরিয়ে আসে কি না। এ ব্যাপারে সুধাংশু শীলের ছোট ভাই বিপ্লব শীল ও অন্যান্যরা কি বক্তব্য রেখেছেন চলুন শুনে আসি।
Post Comment