দলবাজি করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সহায়তার ক্ষেত্রে : সিপিআইএম*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২৩ সেপ্টেম্বর
কিছুদিন আগে ত্রিপুরা দেখছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বর্তমান সময়ে বিভিন্ন সংস্থা এবং সরকারের তরফ থেকেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এবার সামনে আসছে বিভিন্ন অভিযোগ। বৈষম্যের শিকার হচ্ছে ক্ষতিগ্রস্তরা। দল মত উর্ধ্বে থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি জানান মিছিল ও সভার মধ্য দিয়ে বামপন্থী নেতৃত্বরা। সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কার্যালয় থেকে সোমবার দুপুর বারোটা নাগাদ মিছিল সংঘটিত হয়ে বিলোনিয়া শহরের পথ পরিক্রমা করার পর হয় সভা। এক নং টিলাতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা।
এই দিনের আয়োজিত সভাতে আলোচনা করেন সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, তপশিলি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস ও ক্ষেতমজুর ইউনিয়নের নেতা বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন। সভায় আলোচনা রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকার যাতে অতি দ্রুততার সাথে সাহায্য প্রদান করে দল মতের উর্ধ্বে থেকে পাশাপাশি সরকার বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন । এছাড়া বিধায়ক অশোক মিত্র, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ, রিপু সাহা,মধুসূদন দত্ত, নারী নেত্রী শিউলি লোধ, অনিন্দিতা সাহা, সহ বামপন্থী বিভিন্ন গনসংগঠনের নেতা কর্মি সমর্থকরা।
Post Comment