ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গননা।
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১২ আগস্ট
আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পালা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট গণনা। গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের ভোট বাক্স কৈলাসহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিলো। সকাল আটটায় গননা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সাড়ে সাতটার মধ্যেই কাউন্টিং হলে ঢুকে পড়ে। কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ, টি.এস.আর এবং এস.এস.বি জওয়ানরা মজুত রয়েছে বলে খবর । গননা কেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর জানান যে, ঊনকোটি জেলার অধীনে তিনটি গননা কেন্দ্র রয়েছে। সবটি কেন্দ্রেই যথা সময়ে গননা শুরু হয়েছে এবং শান্তি পূর্ণ ভাবেই গননা চলছে।
গননা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস জানান যে, সকাল আটটায় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গৌরনগর ব্লকের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েত গুলোর গননা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যলট গননা শুরু হয়েছে এবং কাউন্টিং হলে তিন স্থরের নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে বলেও জানান গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস
প্রসঙ্গত,
ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৫৫০ টি আসনে জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।গ্রাম পঞ্চায়েতের বাকি ১৮১৯ টি আসনে নির্বাচন হয়েছিলো । যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮০৯টি আসনে। সিপিআইএম প্রার্থী দিয়েছে ১২২২টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩টি আসনে। বিজেপির সহযোগী তিপ্রা মোথা ১৩৮টি আসনে প্রার্থী দিয়েছে।
পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫ অর্থাৎ ৫৫ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
Post Comment