×

পুলিশের মারে মৃত্যু এক যুবকের*

পুলিশের মারে মৃত্যু এক যুবকের*

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১৭ অক্টোবর

পুলিশের মারে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা মনু বাজারে। এদিন মনুবাজার থানা ঘেরাও করলো কালাঢেপা এলাকার মানুষ। উল্লেখ্য, গত রবিবার রাবার চুরির অভিযোগে কালাঢেপা এলাকার বাদল ত্রিপুরা নামে এক যুবককে গ্রেফতার করে মনুবাজার থানার পুলিশ। পরবর্তীতে তাকে থানার ভেতর বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই মারধরের ফলে অভিযুক্ত বাদল ত্রিপুরার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাদল ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় বাদল ত্রিপুরার।

বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে সাব্রুম মহকুমার মনু থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কালাঢেপার জনগণ। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান আন্দোলনরত এলাকাবাসী।থানা অবরোধের খবর পেয়ে জেলা পুলিশ সুপার সহ অনান্য পুলিশ আধিকারিকেরা মনুবাজারে ছুটে যান এবং বিক্ষোভরত এলাকাবাসীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন পুলিশ। পাশাপাশি এই ঘটনায় একজন পুলিশ কর্মী এবং একজন কনস্টেবলকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Post Comment

You May Have Missed