*মধ্যবিত্তের বড় উপহার মোদির*
নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১ ফেব্রুয়ারি শনিবার নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ ৭ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ১২ লক্ষ টাকা পর্যন্ত। মোদি সরকারের দ্বিতীয় বাজেটে আয়করে বিশাল ছাড় দেওয়া হল মধ্যবিত্তদের। সেইসঙ্গে অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। একথায় বলা যায়, তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই আয়কর নিয়ে হতে চলেছে বড়সড় রদবদল ।উল্লেখ্য, ২০২৪ সালে পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন নির্মলা। তবে এবার সেই কাঠামোর কোন পরিবর্তন হয়নি । অর্থাৎ বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোন কর । অন্যদিকে এবারের বাজেটে প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে । তারা ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে। একথায় বলা যায়, এবারের বাজেটে আয়করের ওপরে বিশেষ নজর দিয়েছে মোদি সরকার ।বাজেট পেশের আগেই শুক্রবার নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন।’ এরপরে শনিবার নির্মলার বাজেটে সেই সম্ভাবনাই হল সত্যি । এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘ সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।’ অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোন কর।
Post Comment