×

হরিয়ানায় তৃতীয়বার বিজেপি সরকার। জম্মু-কাশ্মীরে জয়ী ফারুক আবদুল্লাহ-কংগ্রেসের জোট।*

হরিয়ানায় তৃতীয়বার বিজেপি সরকার। জম্মু-কাশ্মীরে জয়ী ফারুক আবদুল্লাহ-কংগ্রেসের জোট।*

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়া :প্রিয়াংকা বনিক : ৯ অক্টোবর জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৮টি আসন। বিজেপি পেয়েছে ২৯টি।কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ – ৩৭০ ধারা বিলোপের আগে যিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মেহবুবা মুফতির দল পিডিপি খুব খারাপ ফল করেছে।

তারা মাত্র তিনটি আসন পেয়েছে। আম আদমি পার্টি ও সিপিআইএম একটি করে আসন পেয়েছে। নির্দলীয় সাতটি এবং অন্য একটি রাজ্যভিত্তিক দল একটি আসনে জিতেছে।অন্যদিকে হরিয়ানায় বিজেপি পেয়েছে ৪৮টি আসন, কংগ্রেস ৩৬টি আসনে জিতেছে। লোকদল দুটি ও নির্দলীয় প্রার্থীরা তিনটি আসন পেয়েছেন।এই প্রথমবার হরিয়ানায় কোনও একটি দল একটানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে।হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর, হরিয়ানার প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত নিবাসের সামনে কার্যকর্তারা জয়ের আনন্দে মেতে উঠেন। তৎসঙ্গে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান।যদি ও বুথ ফেরত সমীক্ষাগুলি অবশ্য জানিয়েছিল যে জম্মু-কাশ্মীরে কোনও দল বা জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় আসবে এমনটাও জানিয়েছিল বুথ ফেরত সমীক্ষাগুলি।

Post Comment