×

বার্ড ফ্লু-এর হানা মহারাষ্ট্রে, আতঙ্কিত বাংলা, বন্ধ ডিম আমদানি*

বার্ড ফ্লু-এর হানা মহারাষ্ট্রে, আতঙ্কিত বাংলা, বন্ধ ডিম আমদানি*

*নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ১৪ ফেব্রুয়ারি মহারাষ্ট্রেও ৬ জেলায় বার্ড ফ্লু -এর হানা। দ্রুত গতিতে ছড়াচ্ছে বার্ড ফ্লু। মহারাষ্ট্রের সবকটি জেলাকেই এই মুহুর্তে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আপাতত, মুরগী নিধনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আর মহারাষ্ট্রে বার্ড ফ্লু ছড়াতেই, বাংলাতেও সতর্ক প্রশাসন।অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর প্রকোপ বাড়ছে। রাজ্যের পূর্ব গোদাবরী জেলায় লক্ষাধিক মুরগি মারা যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের মধ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুরগির মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।National Institute of High Security Animal Diseases-এর রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকায় সংক্রমণ রুখতে তিন মাসের জন্য পোলট্রি খামার বন্ধ রাখা হয়েছে। পরিযায়ী পাখিদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকায় নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। সংক্রমণ প্রতিরোধে গঠিত হয়েছে ৬৫টি মেডিক্যাল টিম এবং বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।তেলঙ্গানা সরকারের কড়া পদক্ষেপপ্রতিবেশী রাজ্য তেলঙ্গানা ইতিমধ্যে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে এবং সীমান্তে ২৪ টি চেকপোস্ট বসিয়ে নজরদারি চালাচ্ছে। সমস্ত জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গেও সতর্কতাপশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি জানিয়েছেন, “আমরা নভেম্বর থেকেই সতর্কতা জারি রেখেছি। বিশেষত ডিম আমদানির ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হচ্ছে”। পশ্চিমবঙ্গে সরাসরি সংক্রমণের আশঙ্কা কম হলেও, প্রশাসন ও ব্যবসায়ীরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।বিশেষজ্ঞদের মতে, মুরগির মাংস ও ডিম ভালোভাবে রান্না করলেই সংক্রমণের ঝুঁকি কম থাকে। তবে এই মুহূর্তে অতিরিক্ত সতর্কতা নেওয়াই ভালো। সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

Post Comment

You May Have Missed