×

অস্কারে নির্বাচিত হলো ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামীর লেখা লাপাতা লেডিস।*

অস্কারে নির্বাচিত হলো ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামীর লেখা লাপাতা লেডিস।*

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়া : প্রিয়াংকা বনিক : ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দারুণ সাড়া ফেলে দিয়েছিলো পিতৃতন্ত্রের উপর ব্যঙ্গাত্মক হালকা চালের হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’। তেমন পরিচিত তারকা ছাড়াই কিরণ রাওয়ের এই সিনেমাটি বক্স অফিসের পাশাপাশি নেটফ্লিক্সেও সফল হয়। আর এই ছবিকেই ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামীই এই ছবির গল্প লিখেছেন। ত্রিপুরায় জন্ম, কলকাতায় সিনেমা নিয়ে পড়াশোনা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র বিপ্লব গোস্বামীর কলমের জাদুতেই দর্শক মনে ঢেউ তুলেছে কিরণ রাও-এর লাপাতা লেডিজ। এবার অস্কারের হাতছানি। শহর আগরতলার ছেলে, তবে সিনেমার পাঠ নিয়েছেন কলকাতায়। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র তিনি। কাকতালীয়ভাবে আজ অস্কার নমিনেশনের খবর যখন প্রকাশ্যে এল তখনও তিনি কলকাতায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, এই অস্কারের খবর সামনে আসতেই, হাসিমুখে বিপ্লব জানালেন ‘নস্টালজিক লাগছে, শুরুর দিনের কথাগুলো খুব মনে পড়ছে। জীবনভর তো সিনেমা নিয়েই পড়াশোনা করেছি, আমি তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র। ওঁনার শহরে বসেই সুখবরটা পাওয়া। আমার লেখা ছবি অস্কারে যাচ্ছে, ভেবেই ভালো লাগছে’। আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল লাপাতা লেডিজ। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন আমির খান। বিয়ে করে ফেরার সময় ঘোমটার নিচে পাল্টাপাল্টি হয়ে যায় দুই বউ, সেখান থেকেই গল্পের শুরু। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক, তা মুগ্ধ করে আপামর ভারতবাসীকে। আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের এই ছবিটিকে ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে ‘লাপাতা লেডিস’ ছবিকে বেছে নেয় ভারতীয় ফিল্ম ফেডারেশন।

Bhut Jolokia Pickle

সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ।কিরণ তাঁর ছবি নিয়ে শুরু থেকেই নিশ্চিত ছিলেন। তিনি জানিয়েছিলেন, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সেরা ছবি হিসেব বেছে নেবে তাঁর ছবিকে। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে তিনি বলেছিলেন, আমাদের প্রথম স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে।স্পেশাল স্ক্রিনিং হিসেবে কিরণের এই ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি অস্কারের জন্য মনোনীত হতে পারে আশাবাদী ছিলেন পরিচালকও। সেই স্বপ্নই এবার সত্যি হল।

Post Comment