×

*আইফা ২০২৫-এ বাঙালি কাহিনিকারদের সাফল্য: ‘সেরার সেরা’ হলেন ত্রিপুরার বিপ্লব গোস্বামী*

*আইফা ২০২৫-এ বাঙালি কাহিনিকারদের সাফল্য: ‘সেরার সেরা’ হলেন ত্রিপুরার বিপ্লব গোস্বামী*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৫ মার্চ বলিউডের অন্যতম জনপ্রিয় পুরস্কার অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডস ২০২৫-এ এবার বাঙালি কাহিনিকারদের জয়জয়কার। রোববার অনুষ্ঠিত গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ড নাইট-এ সেরা গল্প বিভাগে বাজিমাত করলেন দুই বাঙালি চিত্রনাট্যকার অরিজিৎ বিশ্বাস ও বিপ্লব গোস্বামী।সেরা মৌলিক গল্প: ‘লাপাতা লেডিস’অন্যদিকে, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য সেরা মৌলিক গল্প (Best Original Story) বিভাগে পুরস্কার জিতেছেন বিপ্লব গোস্বামী। ত্রিপুরার এই চিত্রনাট্যকারের লেখা গল্প সিনেমাটিকে বিশেষভাবে প্রাণবন্ত করে তুলেছে। সিনেমাটি এবার বেশ কয়েকটি পুরস্কার জিতেছে, যার মধ্যে সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্য রয়েছে।বলিউডে বাঙালি কাহিনিকারদের শক্ত অবস্থানঅরিজিৎ বিশ্বাস ও বিপ্লব গোস্বামীর এই সাফল্য আবারও প্রমাণ করল যে বাঙালি কাহিনিকাররা বলিউডে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলছেন। বলিউডে থ্রিলার ও ড্রামা ঘরানার সিনেমায় তাদের গল্প বলার শৈলী দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে।আইফা ২০২৫-এর মঞ্চে এই সাফল্য বাংলা সাহিত্য ও গল্প বলার ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিল। ভবিষ্যতে বলিউডের আরও বড় মঞ্চে বাঙালি লেখকদের উজ্জ্বল উপস্থিতি দেখা যাবে বলে আশা করা যায়।’লাপতা ল্যাডিস্’ খ্যাত ত্রিপুরার প্রখ্যাত চিত্রনাট্য লেখক শ্রী বিপ্লব গোস্বামীকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Post Comment

You May Have Missed