বড় জয় পেল বাংলাদেশি হিন্দুরা।
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১৩ আগস্ট
সোমবার ১২ আগস্ট বড় জয় পেল বাংলাদেশি হিন্দুরা। দীর্ঘদিন ধরেই দুর্গাপুজোয় তিনদিনের ছুটির দাবি জানায় বাংলাদেশি হিন্দুরা।
হাসিনার দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশ জুড়ে চলছে চূড়ান্ত অরাজকতা।
আর তার সবথেকে বড় খেসারত দিতে হচ্ছে হিন্দু-সহ বাংলাদেশি সংখ্যালঘুদের। গত কয়েকদিনে আক্রান্ত হয়েছে একের পর এক হিন্দু মন্দির, হামলা হয়েছে হিন্দুদের বাড়িতে। হয়েছে ডাকাতি, লুঠতরাজ।
বড় অংশেরই রাজনৈতিক সমর্থন ছিল শেখ হাসিনার আওয়ামি লিগের প্রতি। কিন্তু, আওয়ামি লিগের গত ১৫ বছরের শাসনেও যা করতে পারেনি বাংলাদেশি হিন্দুরা, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তাই আদায় করে দেখাল তারা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানালেন, সামনেই জন্মাষ্টমীর সময় যাতে কোনও হিন্দু মন্দির বা বাড়িতে হামালা না হয়, তা নিশ্চিত করা হবে।
পাশাপাশি তিনি আরও জানালেন, দুর্গাপুজোয় তিন দিনের সরকারি ছুটির সুপারিশ করা হবে। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই জায়গায় জায়গায় মার খেয়েছেন বাংলাদেশি হিন্দুরা। এই আবহে গত ৯ অগস্ট থেকে পালটা আন্দোলনে নামেন সেদেশের হিন্দুরা। স্লোগান ওঠে – ‘কথায় কথায় ভারত যা! দেশটা কারও বাপের না’।
উল্লেখ্য, হিন্দুরা ঐতিহাসিক ভাবে আওয়ামি লিগকে সমর্থন করে এসেছে সেই দেশে। এই পরিস্থিতিতে যখনও দেশে কোনও রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে, হামলা হয়েছে সেই হিন্দুদের ওপরেই। সঙ্গে কথায় কথায় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয় সেখানে। তবে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে কয়েক দিনের মধ্যে সরকারি হিসেবেই অন্তত পক্ষে ১২ জন হিন্দুর মৃত্যু হয়েছে হিংসায়।
তবে বাংলাদেশে হিন্দুরা যে সুরক্ষিত নয় এটাই হিন্দুদের জন্য চিন্তার ভাঁজ ফেলছে।
Post Comment