ভারতে রিকশায় বাংলাদেশের পতাকা
৬২ বছর বয়সী দুলাল মিয়া নামে এক রিকশার মালিক প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভারতের জনগণের কাছে। তাঁর মালিকানাধীন একটি রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা থাকায় বুধবার জয়নগর নবোদয় সংঘ এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
জানা যায়, ওই রিকশাটি ভাড়া নিয়ে চালাচ্ছিল এক ব্যক্তি, যিনি নবোদয় সংঘের সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু যুবকের নজরে আসে রিকশায় আঁকা বাংলাদেশের পতাকা। ভারতে বসবাস করে এমন একটি রিকশায় এই পতাকা কীভাবে এলো—এমন প্রশ্ন তোলেন তাঁরা। রিকশাচালক জানান, রিকশাটি তার নয়, এটি দুলাল মিয়ার, এবং তিনি শুধু ভাড়ায় চালান।
এ প্রসঙ্গে রিকশাচালক আরও বলেন, বিভিন্ন জায়গা থেকেই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন এই পতাকা নিয়ে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে বটতলা ফাঁড়ি থেকে পুলিশ এসে দুলাল মিয়া ও রিকশাচালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। পাকিস্তানি ইসলামিক উগ্রবাদীদের হুমকির মুখে ভারত এমনিতেই সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যে ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা দেখা যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বুদ্ধিজীবীদের মতে, “ভারতে থেকে, ভারতের সুযোগ-সুবিধা গ্রহণ করে যদি কেউ অন্য দেশের প্রতীক বহন করেন, তা সংবেদনশীল সময়ে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতেই পারে।”
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সূত্রে জানা গেছে, উভয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পতাকা কোথা থেকে, কেন আঁকা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment