
নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়া : প্রিয়াংকা বনিক : ৪ অক্টোবর
বাংলা ভাষাকে বড় স্বীকৃতি মোদী সরকারের! উৎসবের মরশুমে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা হিসাবে বাংলাকে অনুমোদন দিল মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে ‘ধ্রুপদী ভাষায’ হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়।এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল মরাঠি, অহমিয়া, পালি এবং প্রাকৃত। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, আরও ৫টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে।অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ভারতীয় ভাষাগুলির দিকে নজর রাখেন…আজ আরও ৫টি ভাষাকে মরাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হল।”আগে আরও ৬টি ভাষা ইতিমধ্যে এই স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল তামিল, সংস্কৃত, তেলুগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। এখন স্বীকৃতিপ্রাপ্ত নতুন ৫টি ভাষা এই তালিকায় যোগ হল।