×

মাদকাসক্তি এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে শুরু হলো সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রম*

মাদকাসক্তি এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে শুরু হলো সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রম*

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৫ নভেম্বর ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সিপাহীজলা জেলার অধীন সোনামুড়া রাজস্ব ডাক বাংলোর কনফারেন্স হলে মাদকাসক্তি ও পদার্থের অপব্যবহার বিষয়ে সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ত্রিপুরা অ্যাডভেঞ্চার সোশ্যাল এক্সপিডিশন অর্গানাইজেশন। মেলাঘর, সিপাহীজলা জেলা, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্র, পশ্চিম ত্রিপুরার আর্থিক সহায়তায়।আয়োজিত উক্ত কর্মশালার সূচনা করেন সোনামুড়া নাগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, সোনামুড়া মহকুমা প্রেসক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন, মহকুমা ক্রীড়া আধিকার িক মধুসূদন দেববর্মা প্রমুখ।কর্মশালায় মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৫০ জন স্কুল পড়ুয়া অংশ নেয়।অনুষ্ঠানে আগত অতিথিরা, কিভাবে আজকের যুব সমাজকে নেশা থেকে বিরত রাখা যায় এবং সে বিষয়ে শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে বাকি করণীয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

Mimi Pickle

কর্মশালার শেষে ৭ দিনব্যাপী কে কে কর্মশালা রয়েছে সেগুলো তুলে ধরেন ত্রিপুরা অ্যাডভেঞ্চার সোশ্যাল এক্সপিডিশন অর্গানাইজেশনের – সেক্রেটারি লিটন শীল।

Post Comment