×

নেশা কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো প্রমীলা বাহিনী*

নেশা কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো প্রমীলা বাহিনী*

*নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৬ জানুয়ারি অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার দুপুরে আমতলী থানায় ডেপুটেশন ও ঘেরাও করলো প্রমীলা বাহিনী দেওয়া হয়। জানাগেছে আমতলী থানার অন্তর্গত মধ্য চারিপাড়া সচিন্দ্রলাল এলাকার জাহানারা বেগম দীর্ঘদিন ধরে অবৈধ নেশা সামগ্রী বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকাবাসীরা এই নেশা ব্যবসা বন্ধ করতে জাহানারা বেগমকে বাধা দিয়ে আসছিল।কিন্তু এলাকাবাসীর কথা কোন ভাবে শুনছিল না নেশা কারবারি জাহানারা বেগম। অবশেষে সোমবার দুপুরে মধ্য চারিপাড়া শচীন্দ্র লাল এলাকার মহিলারা একত্রিত হয়ে আমতলী থানায় ডেপুটেশন ও ঘেরাও করে। এই ডেপুটেশনের মাধ্যমে এলাকার মহিলারা জাহানারা বেগমের দীর্ঘদিনের পুরনো নেশা ব্যবসা বন্ধ করতে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে পরিবার থেকে এলাকা থেকে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে আর্জি রাখেন।

Post Comment

You May Have Missed