
*ফের ভয়াবহ যান দুর্ঘটনা পোলো টাওয়ারের সামনে।*স্কর্পিও গাড়ির ধাক্কায় সড়কের মাঝে উল্টে গেলো অপর একটি গাড়ি। বছরের শুরুতেই রাজধানীর বুকে ঘটে গেলো বড়সড় দুর্ঘটনা। ঘটনা বুধবার রাতে রাজধানীর সার্কিট হাউস স্থিত হোটেল পোলো টাওয়ারের সামনে । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে ঘটনায় শিশু সহ তিনজন আহত হয়েছেন । ঘটনার সাথে সাথেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।