×

তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ যুবককে গ্রেপ্তার করলো আমবাসা পুলিশ!

তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ যুবককে গ্রেপ্তার করলো আমবাসা পুলিশ!

তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ এক যুবক কে গ্রেপ্তার করলো পুলিশ।আমবাসা থানাধীন নতুন পল্লী এলাকার বাসিন্দা শিক্ষক রাজীব দেবের বাড়িতে চুরি হয়, পুলিশ চুরি হ‌ওয়া স্বর্ণালংকার সহ চোরকে আটক করে আদালতে সোপর্দ করে। ঘটনার বিবরণে জানা যায় শিক্ষক রাজীব দেব ওনার পরিবারকে নিয়ে তেলিয়ামুড়ায় ছিলেন বাড়িতে কেউ ছিলো না। মঙ্গলবার বাড়িতে এসে দেখতে পায় ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমিরায় স্বর্ণালংকার নেই। এই মর্মে রাজীব দেব আমবাসা থানায় একটি মামলা করেন। মামলা নাম্বার ১৪/২০২৫, ধারা ভারতীয় দন্ড বিধি ৩০৫(এ)/৩৩১(১). যথারীতি মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। এদিকে রাজীব দেবের বাড়িতে ভাড়াটে থাকতো সমীর দাস এবং তার পরিবার। পুলিশ সমীর দাস কে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে অস্বীকার করে পরে অবশ্য স্বীকার করে যে সে চুরি করেছে, এবং বলে চুরি করা স্বর্ণালংকার আমবাসা প্রাথমিক হাসপাতালের পাশে একটি খেজুর গাছের নিচে মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ সমীর সঙ্গে নিয়ে স্বর্ণালংকার উদ্ধার করে। মামলা নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে আমবাসা থানার সাফল্য অর্জন করে। জানা যায় চুরি হ‌ওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা। অভিযুক্ত সমীর দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে, আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য সমীর দাস এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত করেছে। গোটা বিষয়ে আমবাসা থানার ওসি নন্দ লাল দাস বিস্তারিত জানান।

Post Comment

You May Have Missed