×

গ্রেপ্তার আল্লু অর্জুন!*

গ্রেপ্তার আল্লু অর্জুন!*

নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১৩ ডিসেম্বরপুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যায়া? ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’- আল্লু অর্জুনের (Allu Arjun) এই সংলাপের ম্যাজিক পর্দার বাইরেও স্বমহিমায় বিদ্যমান। শুক্রবার গ্রেপ্তারির সময়েও ইঙ্গিতবাহী টি শার্ট পরে সেই ‘পুষ্পা রাজ’ দেখালেন দক্ষিণী সুপারস্টার।পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার পরই অভিনেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করে মৃতার পরিবার।গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তাঁর ছেলে।আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তাঁর নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে।যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, ‘ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’ তাঁর সংযোজন ছিল, ‘আমার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওঁদের বিব্রত করতে চাই না। ওঁদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরনীয়। ওঁরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে থাকব।’কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।

Post Comment

You May Have Missed