চড়িলাম পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ যান দুর্ঘটনা*
*নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১০ ফেব্রুয়ারি চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মা কসবেশ্বরী পেট্রোল পাম্পের সামনে ভয়ানক যান দুর্ঘটনা অল্পেতে রক্ষা পথচারী সহ গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা। ঘটনার সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যায় চালক সহ যাত্রীরা। সিপাহীজলা জেলা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্ঘটনায় সেরা। পুলিশ প্রশাসন ট্রাফিক যতই ব্যবস্থা গ্রহণ করুক না কেন দুর্ঘটনা যেন কোনমতে বন্ধ হচ্ছে না। সোমবারে বিকেলে TR07E0537 নাম্বারের ওয়াগনার গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষ ঘটে। অল্পেতে রক্ষা পাই পথচারী সহ গাড়ি থাকে যাত্রীরা। ঘটনা খুলে চলে যায় বিশালগড় থানা পুলিশ।
Post Comment