×

লংতরাইভ্যালিতে ছয়টি বিদ্যালয়ের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ।

লংতরাইভ্যালিতে ছয়টি বিদ্যালয়ের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ।

ত্রিপুরার ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় আজ অনুষ্ঠিত হলো এক অনন্য উদ্যোগ। ধলাই জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং অধ্যয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে, এবং এসি, সিএলটিআরআই ও ইমারজিং সিকিউরিটির সহযোগিতায়, মাধব চন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিআরসি হলে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল লংতরাইভ্যালি মহকুমার ছয়টি নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন। নির্বাচিত বিদ্যালয়গুলোকে দেওয়া হয় লাইব্রেরি র‍্যাক, ইলেকট্রিক ওয়াটার ফিল্টার, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, গল্পের বই এবং ইন্টারনেট সংযোগ – যা ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।বিগত শিক্ষাবর্ষে প্রতিটি বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে লংতরাইভ্যালির দুটি সিআরসি থেকে এই ছয়টি বিদ্যালয় নির্বাচন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা শিক্ষা কর্মকর্তা যতন কুমার দেববর্মা, লংতরাইভ্যালির মহকুমা প্রশাসক পরিতুষ চন্দ্র দাস, এবং অন্যান্য প্রশাসনিক কর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।এই দিন অতিথিগণ উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের হাতে প্রয়োজনীয় সামগ্রীগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।উল্লেখযোগ্য বিষয় হলো, এই উদ্যোগ শুধুমাত্র বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকছে না, বরং শিক্ষকদের উৎসাহ ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নের দিকেও নজর দিচ্ছে।এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা।এভাবেই শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা।

Post Comment

You May Have Missed