×

বিজেপি মন্ডল নেতার বিরুদ্ধে দোকান ভিটি জবর দখলের অভিযোগ

বিজেপি মন্ডল নেতার বিরুদ্ধে দোকান ভিটি জবর দখলের অভিযোগ

বিজেপি মন্ডল নেতার বিরুদ্ধে দোকান ভিটি জবর দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৭ আগস্ট

দোকান ভিটি জবর দখলের অভিযোগ কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল নেতার বিরুদ্ধে।পিতৃ সম্পত্তি পুনরুদ্ধারের লক্ষ্যে শনিবার দুপুরে ভিডিওর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলো প্রয়াত ব্যবসায়ীর ছেলে।ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতলী বাজারে।২০১৭ সালে দোকান ভিটের প্রকৃত মালিক তথা বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ ভৌমিক ফুলতলী বাজারেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।উনার আকস্মিক মৃত্যুর ফলে দোকান ভিটের কোন কাগজ পত্রই পরিবারের লোকজন খুঁজে পায়নি।ফলে ২০২১ সালে তারা পঞ্চায়েতে একটি লিখিত আবেদন করে পুনরায় পাট্টা প্রদানের লক্ষ্যে।কিন্তু বছর ঘুরে আসলেও তাদের ওই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষ।সম্প্রতি শুক্রবার রাতে প্রয়াত সুবোধ ভৌমিকের জায়গা সহ আরও কিছু খালি জায়গা জুড়ে খুঁটি বসিয়ে জায়গা দখলের চেষ্টা করে বলে অভিযোগ। জানাযায় পুরো জায়গাটি মন্ডলের সহ-সভাপতি তথা ডুকলি ব্লকের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন দুলাল সরকার ও তার ভাই এবং পান্ডবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান তপন সরকার ও তার ভাই দুলু সরকার জবর দখলের চেষ্টা করে।যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী পুরনো মালিকের কাছে জায়গার কোন বৈধ কাগজপত্র না থাকার ফলেই এই দোকানভিটি বন্টন করা হয়েছে চারজনের নামে।কিন্তু প্রশ্ন হল যেহেতু জায়গাটি প্রয়াত সুবোধ ভৌমিক ও তার পরিবারের দখলে ছিল তাই পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের নোটিশ ইস্যু না করে একতরফা সিদ্ধান্তের পেছনে আসল রহস্যটা কি?

Post Comment