ফের লাইনচ্যুত ট্রেন, একের পর এক বগি বেরিয়ে গেল লাইন থেকে*
নিজস্ব প্রতিনিধি :কলকাতা : প্রিয়াংকা বনিক : ২৪ সেপ্টেম্বর
কিছুদিন পর পরই সামনে আসছে রেল দুর্ঘটনা। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিনই নতুন নতুন রেল দুর্ঘটনার খবর আসছে। আজ সকালে নিউ ময়নাগুড়ির বেদগাড়ায় এক মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। বিকট শব্দে দাঁড়িয়ে পড়া ট্রেনটি দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।রেল কর্তৃপক্ষকে তৎক্ষণাত খবর দেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। এভাবে দুর্ঘটনার বেড়ে যাওয়া নিরাপত্তার প্রতি নতুন করে প্রশ্ন তুলছে।ডিআরএম আলিপুরদুয়ার সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা এখন মালগাড়ির লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছেন। ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
রেল বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাটি বেদগাড়া স্টেশনে ঘটেছে, যা এলাকার রেল যোগাযোগে নতুন করে সমস্যা সৃষ্টি করেছে।পুনরুদ্ধারের কাজ চলছে। CPRO, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন এই বিষয়ে জানিয়েছে। তবে দেশ জুড়ে মালগাড়ি বা যাত্রীবাহী গাড়ি একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। যার ফলে মানুষের মধ্যে ভারতীয় রেল পরিষেবা নিয়ে ভয়ের সৃষ্টি হচ্ছে। বর্তমান মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ভিডিও সামনে এসেছে। যা নতুন করে ভয় ধরিয়ে দিতে পারে আপনারও মনে।
Post Comment