×

সেভেন সিস্টার লোভী বাংলাদেশ থেকে এবার চট্টগ্রাম হাত ছাড়া হবে।*

সেভেন সিস্টার লোভী বাংলাদেশ থেকে এবার চট্টগ্রাম হাত ছাড়া হবে।*

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ : প্রিয়াংকা বনিক : ২১ সেপ্টেম্বর

উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স । আর পার্বত্য চট্টগ্রাম ।বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ। স্থানীয়দের বক্তব্য, পার্বত্য এলাকার তিন জেলায় গৃহযুদ্ধ বেঁধেছে। বাসিন্দাদের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে। বিবদমান দুই শিবিরই অভিযোগ করছে, প্রশাসন মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে।কয়েক দিন ধরে অশান্ত বাংলাদেশের এই পাহাড়ি এলাকা। সে দেশের সংখ্যালঘু এবং চাকমা জনজাতির বাসিন্দারা বিদ্রোহ ঘোষণা করেছে। তাঁদের দাবি পৃথক রাষ্ট্র। নাম জুম্মাল্যান্ড। পার্বত্য চট্টগ্রাম নিয়েই নয়া রাষ্ট্রের ভৌগলিক সীমানার নকশা এঁকেছে বিদ্রোহীরা। জাতীয় পতাকাও তৈরি হয়েছে। সেই নকশা আবার ইজরায়েলের জাতীয় পতাকার মতো। পরিস্থিতি সামাল দিয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি বান্দারবনের মধ্যে প্রথম দুটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামে যাবেন বলে ঠিক আছে। ইসলামিক রাষ্ট্রে ইজরায়েলের আদলে পতাকা উড়ছে। পরিস্থিতি যে কতটা জটিল তা সহজেই অনুমেয়। তবে এপার বাংলার গোর্খাল্যান্ডের মতোই ওপারের দীর্ঘদিনের মাথা ব্যথা জুম্মাল্যান্ড। বছর পাঁচেক আগেও এ নিয়ে জোরাল আন্দোলন হয়। তখন বাংলাদেশের মসনদে শেখ হাসিনা। যিনি এখন দেশত্যাগী।মাস দেড়েক ধরে এই বাংলাদেশিদের একাংশের নজর ভারতের সাত রাজ্যের দিকে। সেভেন সিস্টার্স দখলের হুংকার শোনা যায়। শিলিগুড়ি করিডর দখল করে উত্তর-পূর্বের ভারতকে দেশের মূল ভুখন্ড থেকে আলাদা করারও হুংকার দিতে থাকেন অনেকে। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূসও দিল্লিকে হুঁশিয়ারি দেন। কিন্তু বাস্তব পরিস্থিতি পুরোপুরি আলাদা। সেভেন সিস্টার্স লোভী বাংলাদেশ নিজেদের জমিই হারাতে চলেছে।

এ যেন সাত বোন আর জুম্মা।এই আন্দোলনের সামনের সারিতে রয়েছেন চাকমা জনজাতির লোকজন। ইতিহাসবিদদের একাংশের মতে, পার্বত্য চট্টগ্রাম, বর্তমান উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং মায়ানমারের আরাকান নিয়ে ছিল চাকমা সাম্রাজ্য। সেই চাকমাদের একটা বড় অংশ এখন চট্টগ্রামে থাকেন। ভারতের ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামেও চাকমা জনজাতির আধিক্য দেখা যায়। এই চাকমাদের নেতৃত্বেই চলছে পৃথক জুম্মাল্যান্ডের আন্দোলন।

www.mimipickle.in

সরাসরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন‌।সংঘর্ষের ঘটনার সূত্রপাত গত বুধবার। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণ পিটুনিতে মৃত্যু হয় মহম্মদ মামুন নামে বছর তিরিশের এত তরুণের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালা কলেজ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় মানুষ। অভিযোগ সেই মিছিলের উপর পাহাড়িয়া বা আদিবাসীদের সশস্ত্র সংগঠন দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় আক্রমণ করে। জঙ্গি সংগঠন ইউপিডিএফের জঙ্গিরা ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। এই আক্রমণের প্রতিবাদে স্থায়ীন বাংলাভাষীরা বোয়ালখালী বাজারে বেশ কিছু দোকানে আগুন দেয়।

Post Comment